জোনাকি
- এ কিউ এম নিজাম ঊদ্দিন - রুপসী

রাতের আঁধারে
নদীর ও পারে
জোনাকিরা জ্বলে কত?
তারা সন্ধ্যা থেকে
মধ্য রাতে ও
আলো জ্বালায় অবিরত।
তারা রাত্রিকে করে
আর ও ভারি
ঊষা এলে ভাগে।
তাই জোনাকির ডাকে
মধ্য রাতে
চন্দ্রি মামা জাগে।
জোনাকিরা দেয় শুধু আলো
নেয় না তো কোন ধন
তারা প্রকৃতিকে ভাবে
বিধাতার দেওয়া
সবচেয়ে প্রিয়জন।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১০-০২-২০১৫ ১৮:০৫ মিঃ

valo @@@@@@anek